২৬ নভেম্বর, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে মাহিন (১৩) নামের এক পথশিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। শিশু মাহিন ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। গতকাল সোমবার রাত ১১ টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে এই দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১১ টায় শিশু মাহিন শহরের বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটি চলন্ত ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পথশিশু নিহত মাহিন তার কয়েকজন সাথীসহ প্রতিদিন দুর্জয় মোড়ে বসে পেস্টিং নেশা করত। মূলত বাস্তহারা শিশু সে।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাজু মিয়া জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১ টায় নিহত শিশুটির লাশ উদ্ধার করার পর আজ মঙ্গলবার তার লাশ ময়না তদন্ত করতে কিশোরগন্জ পাঠানো হয়। তার পরিচয় পেলেও পরিবারের কাউকে জানানো সম্ভব হয়নি। বাস্তহারা শিশুটি নেশা করত বলে স্থানীয়রা জানায়।