৮ অক্টোবর, নিজস্ব প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষণবাড়ীর অংশ পরিদর্শনে এসে যানজটে আটকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ বুধবার সকালে তিনি ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথে আসেন। পরে সড়ক পথে ব্রাক্ষণবাড়ীয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি দেন। সেখান থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়ে আছেন ওই উপদেষ্টা।
জানা গেছে বুধবার সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এই মহাসড়ক পরিদর্শন করবেন এই উপদেষ্টা ফাওজুল কবির খান।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়কের একপাশে ঠিকাদাররা মালামাল রেখে সড়ক নির্মাণের কাজ সংস্কার করার সময় খানাখন্দেের কারনে এই যানজট দেখা দিয়েছে। প্রতিদিনই এমন যানজট হচ্ছে সড়কের এই এলাকায়।