২৮ সেপ্টেম্বর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে কিশোর হত্যার ২ জন আসামীকে গ্রেফতার করল র্যাব সদস্যরা। নিহত কিশোরের নাম তোফাজ্জল হোসেন আনন্দ (১৬)। গ্রেফতারকৃত আসামীরা হলো ভূবন (২৭) ও মেহেদী হাসান জিদান (২৩)। গতকাল শনিবার রাত ১১ টায় র্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে শহরের ভৈরবপুর উত্তর পাড়া নাটল মোড় এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে। নিহত আনন্দ শহরের গাছতলাঘাট এলাকার আবুতাহের মিয়ার ছেলে। গ্রেফতারকৃত দুই আসামীর বাড়ী পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায়। আজ রোববার সকালে দুই আসামীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে চালান দিয়েছে।
আজ রোববার সকাল ১১ টায় ভৈরব র্যাব ক্যাম্পের কমান্ডার মুহিত কবির এক প্রেস ব্রেফিংএ জানান, গত ২০ সেপ্টেম্বর রাত ৮ টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্য মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষের মাঝখানে পথচারী আনন্দকে ইট দিয়ে তার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত আড়াইটায় মারা যায়। ঘটনায় নিহতের বাবা আবুতাহের থানায় একটি মামলা করলে তাদেরকে আসামী করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শনিবার রাতে দুই আসামীকে গ্রেফতার করে।