২৮ আগস্ট, নিজস্ব প্রতিনিধি:
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দায়িত্ব পেয়েছেন জাহিদুল হক জাবেদ। তিনি চেম্বারের সহ- সভাপতি ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে চেম্বারের পক্ষ থেকে চেম্বার কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে এঘোষনা দেন তিনি। এসময় চেম্বারের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ভৈরব চেম্বারের ২০২৪-২৬ ইং মেয়াদের নির্বাচন হয় গত ১০ জুন ২৪ ইং তারিখে। তখন সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ব্যবসায়ী মোঃ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ- সভাপতি হাজী মোশারফ হোসেন ও সহ-সভাপতি পদে জাহিদুল হক জাবেদ। পরিচালক পদে সাধারণ ১৪ জন ও সহযোগী পদে ৪ জন, মোট ১৮ জন নির্বাচিত হয়েছিলেন । গত বছর ৫ আগস্টের ঘটনার পর মামলাজনিত কারনে সভাপতি ও সিনিয়র সহ- সভাপতি অনুপস্থিত আছেন। ফলে তারা চেম্বার সভায় উপস্থিত হচ্ছেননা।
বর্তমানে দায়িত্ব পাওয়া জাহিদুল হক জাবেদ জানান, গত এক বছর যাবত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি অনুপস্থিত থাকায় চেম্বারের গুরুত্বপূর্ন কাজ করা যাচ্ছেনা। এমনকি চেম্বারের ব্যাংক লেনদেন বন্ধ রয়েছে। এতে সদস্যদের চাঁদা গ্রহন, কর্মচারীদের বেতন ও আনুসাঙ্গিক ব্যয়সহ এজিএম করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাচ্ছেনা। ফলে চেম্বারের যাবতীয় গুরুত্বপূর্ন কার্যক্রম চালু রাখা বিঘ্ন হচ্ছে। চেম্বারের গঠনতন্ত্র মোতাবেক তারা দুজন পর পর তিনটি সভায় উপস্থিত না থাকলে তাদের পদগুলিতে শূন্য ঘোষনা করতে হবে। গত ৫ জানুয়ারি ভৈরব চেম্বারের কার্যনির্বাহী পরিষদের সভায় স্মারকবিধির ১২(ঘ) ও ১২'(ঙ) এবং ১৬(ক) এর আলোকে পরিচালকদের সর্বসম্মতিতে উপস্থিত ১৫ জন পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী চেম্বার পরিচালনার স্বার্থে সহ- সভাপতি জাহিদুল হক জাবেদকে বর্তমানে সভাপতির দায়িত্ব দেয়া হয়। এসিদ্ধান্ত ঢাকায় ফেডারেশনকে জানানো হয়েছে বলে সভাপতি জানান। ইতিমধ্যই ফেডারেশনের ওয়েবসাইডে জাহিদুল হক জাবেদ এর নাম প্রকাশ হয়েছে বলে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন। এবিষয়ে নতুন সভাপতি জাবেদ স্থানীয় ব্যবসায়ী সদস্যসহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি চলতি মেয়াদ পর্যন্ত ব্যবসায়ীদের উন্নয়নসহ সার্বিক সমস্যা সমাধানে কাজ করে যাবেন বলে জানান। সবশেষে তিনি সবার দোয়া চান।