৫ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে গণ-অভ্যুর্থন দিবসে বিএনপির সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় এমপি গার্লস হাইস্কুলে এসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরে একটি মিছিল বের করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবদলের আহবায়ক দেলুয়ার হোসেন সুজন প্রমূখ। সমাবেশ ও মিছিলে অংশগ্রহন করেন উপজেলার ৭ টি ইউনিয়নসহ পৌরসভার ১২ টি ওয়ার্ডের হাজারও নেতাকর্মী।
প্রধান অতিথি মোঃ শরীফুল আলম তার বক্তৃতায় বলেন, বিগত হাসিনার স্বৈরাচার সরকার গত ১৫ বছরে দেশকে ধ্বংস করে গেছে। দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, বিদেশে টাকা পাচার করে তারা এদেশকে শেষ করেছে। আজকের জুলাই সনদ ঘোষনার পাশাপাশি তিনি নির্বাচনের তারিখ ঘোষনার দাবি করেন। আগামী নির্বাচন পর্যন্ত তিনি নেতাকর্মীদের শান্ত থাকতে বলেন। জনগনের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার করতে নেতাকর্মীদের অনুরোধ করেন। এখনও দেশে ষড়যন্ত্র চলছে, তাই সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন বিগত স্বৈরাচার সরকারের আমলে মামলা – হামলা, গুম, নির্যাতন করে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন অত্যাচার করা হয়। ছাত্রলীগ, যুবলীগ, আ,লীগের নেতারা বিএনপির কাউকে রেহাই দেয়নি। ভবিষ্যতে এসবের জবাব দিতে হবে। আজকের গণ-অভ্যুর্থন দিবস জনতার আন্দোলনের ফসল।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।