৩ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
ভৈরব রেলওয়ে জংশন স্টেশন
থেকে তিন কার্টুন ভারতীয় কসমেটিক্সসহ মীর রাতুল (৩৫ ) নামের এক চোরাকারবারীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
আজ রোববার বেলা ১ টার দিকে ভৈরব স্টেশন প্লার্টফম সংলগ্ন ওভারবীজের নিচ থেকে তাকে আটক করা হয়।
আটকৃতকৃত চোরাকারবারি রাতুল ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঘাচং এলাকার মীর ফেরদৌস মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর থানায় আগেও একাধিক চোরাচালান সংক্রান্ত মামলা রয়েছে।
রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় রেলওয়ে পুলিশ ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এক ব্যক্তি চোরাচালানকৃত ভারতীয় পণ্য নিয়ে আসছে। এ
তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ অভিযানের সময় দেখতে পায় স্টেশনের ওভারব্রীজের নিচে তিন কার্টুন মাল নিয়ে অপেক্ষা করছে। পরে তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, আটককৃত চোরাকারবারিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ভারতীয় পণ্যের বিষয়টি নিশ্চিত হয়ে থানায় এনে আটককৃত চোরাকারবারী মীর রাতুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার দর ১ লাখ টাকা।