৩ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকার ২৮ আসামী ভৈরবে র্যাবের হাতে আটক হয়। আসামীরা নবীগঞ্জ এলাকায় সরকারী কর্মচারীসহ ম্যাজিস্ট্যাটের ওপর হামলা চালিয়েছিল। এই ঘটনায় গত ২৮ জুন নবীগঞ্জ থানায় মামলা হলে তারা পলাতক ছিল। গতকাল রাতে তারা গোপনে একটি যাত্রীবাহী বাসে ঢাকা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা তাদেরকে আটক করে। আজ রোববার সকালে আসামীদেরকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃত আসামীরা হলো নুর মিয়া (৫৫), আমান (২৫), আনার মিয়া (৪০), আজির উদ্দিন (৭৫), আব্বাস (৬৫), জামাল (৩০), আঃ শহীদ (৭০), আঃ হাই (৬৫), আবুল কালাম (৬০), সুমন (২৫), আওয়াল (৫৫), হারিছ (৪০), রিফন (৩০), কাজী রিফন (৩৫), আঃ বাছিত (৩৯), লুৎফর রহমান (৬০), আফজাল (৩০), সুয়েল মিয়া (৩১), জিতু মিয়া (৪০), জাহাংগীর (৪০), রাসেল (২৫), খাইরুল (২৯), সায়ক মিয়া (২৯), মোস্তাকিন (৩০), আশ্বর আলী (৪০), ফয়েজ (১৯), রাবেল (২৫), সুফায়েল (২৬)।
র্যাব ভৈরব ক্যাম্প জানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ঢাকা – সিলেট মহাসড়কের ঢাকাগামী একটি বাস আটক করে তাদেরকে আটক করা হয়। তারা সবাই নবীগঞ্জ থানার একটি মামলার আসামী। গত ২৮ জুন মামলায় অভিযোগ করা হয় আসামীরা সরকারী কাজে বাধাসহ সেখারকার ম্যাজিস্ট্যাটের ওপর আক্রমন করে।