১৯ জুলাই, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্র জনতা।
আজ ১৯ জুলাই শনিবার বিকাল সাড়ে ৫টায় পৌর শহিদ মিনার চত্বরে ছাত্র জনতার ব্যানারে অংশগ্রহণকারী জুলাই ২৪ এর আন্দোলনে আহতদের স্মরণে ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সভাপতি গোলাম মহিউদ্দিন, জুলাই আন্দোলনের অন্যতম নেতা জাহিদুল ইসলাম, মো. অনন্ত, আলিফ সরকার রিসান, নূরে আলম নিলয়, আব্দুস সামাদ, আরাফাত ভূইয়া, সানী তালুকদার, আযহারুল আহমেদ রিদম, রিদওয়ান আহমেদ শোভন প্রমুখ।
নজরুল ইসলাম জিহাদ এর সঞ্চালনায় ছাত্র জনতার নেতারা তাদের বক্তব্যে বলেন, ১৬ জুলাই ভৈরবে প্রথম আন্দোলন শুরু হয়। প্রথম আন্দোলনের দিনই ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের পেটুয়া বাহিনীর হাতে নির্যাতনের শিকার হন। পরে ১৯ জুলাই, ৪ ও ৫ আগস্ট পুলিশের গুলিকে উপেক্ষা করে রাজপথে নামেন সর্বস্তরের ছাত্র জনতা। বক্তারা আরো বলেন, ভৈরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামের কমিটি হয়েছে। যারা ১৯ জুলাই আন্দোলনে অংশ গ্রহণ করেছিল তাদের কাউকে কমিটিতে রাখা হয়নি। আজ যারা কমিটিতে রয়েছে তারা একটি নির্দিষ্ট দলের হয়ে মাঠে কাজ করছে।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম ব্যবহার করে যারা মাঠে ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য বলেন, আওয়ামী লীগের মতো স্বৈরাচার না হয়ে সাধারণ মানুষের কল্যাণে যেন কাজ করে। তা না আওয়ামী লীগের মতো তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। এসময় বক্তারা ভৈরবের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা দেন।
বক্তাদের অভিযোগ ভৈরবের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী প্রথম সারির যোদ্ধাদের ভৈরব বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে রাখা হয়নি। এদিকে জুলাই আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। এসময় বক্তারা জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য জোর দাবী জানান।