৮ জুলাই, নিজস্ব প্রতিনিধি।
ভৈরবে খাবারে মাছি ও অপরিস্কার পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকাল ৪টা শহরের দুর্জয় মোড় সংলগ্ন বঙ্গবন্ধু সরণি এলাকার ঢাকা কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনের আউটলেটে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভৈরব শহরের অবস্থিত ঢাকা কাচ্চি ডাইন আউটলেটের সরবারহকৃত পার্সেল খাবারের প্যাকেটে মাছি পাওয়া ও অপরিস্কার পরিবেশে খাবার তৈরি ও সরবরাহের দায়ে প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া দেশের অন্যতম সুনামধন্য ব্যান্ডের কাচ্চি ডাইনের আউটলেটের রান্না ঘরে রাখা খাবারে মাছি ও খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিস্কার থাকার দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার এনামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রিদুওয়ান আহমেদ রাফি। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম। অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রিদুওয়ান আহমেদ রাফি জানান, শহরে অবস্থিত ঢাকা কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনে দুটি প্রতিষ্ঠানে আমরা অভিযান চালিয়ে খাবারে মাছি উড়ছে ও রান্না ঘরে খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিস্কার থাকায় ভূক্তা অধিকার আইনে ঢাকা কাচ্চি ডাইনকে ৫০ হাজার ও কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান।