৪ জুলাই, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে এক মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বাবুর্চী তারা মিয়া (৪২) কে আজ শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তারা মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে । সে মাদ্রাসার বাবুর্চী ছিল। ঘটনায় আজ শুক্রবার সকালে ভিকটিমের বোন বাদী হয়ে ভৈরব থানায় তারা মিয়াকে আসামী করে একটি মামলা করে। মামলার বিষয়টি নির্শ্বিত করেছেন ওসি ফূয়াদ।
অভিযোগে জানা গেছে, ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার ছাত্র (১১) তিন বছর আগে শহরের গাছতলাঘাট এলাকার জামালুস সুন্নি কওমী মাদ্রাসায় লেখাপড়ার জন্য ভর্তি হয়। ছাত্রটি হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১১ মে ওই বাবুর্চী তারা মিয়া তাকে মাদ্রাসার দুতলায় ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। পরে লজ্জায় ঘটনার কথা ছাত্রটি মাদ্রাসা কর্তৃপক্ষ বা তার অভিভাবককে জানায়নি। তারপর কয়েকদিন যাবত অসুস্থ হলে ঘটনার বিস্তারিত অবগত করে পায়ূপথে ব্যথার কথা গত বুধবার তার পরিবারকে সে জানায়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে গেলে পায়ূপথে রক্ত দেখতে পেয়ে কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে। এরপর তার অবস্থা গুরুতর দেখে কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে তাকে ঢাকার সন্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরিবারের সদস্যরা জানায়, বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে ছাত্রটি।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার ফূয়াদ রুহানী জানান, ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে বাবুর্চী তারা মিয়ার বিরুদ্ধে আজ সকালে থানায় একটি মামলা করে। মামলার পর বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।