১৯ সেপ্টেম্বর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশকিছু দোকানপাট ভাঙচুর লুটপাট করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়ে ঘন্টাব্যাপী দুপক্ষের সংঘর্ষ চলে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শহরের ভৈরবপুর এলাকার আলিম সরকারের বাড়ির রুজেন তার লোকজন নিয়ে আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজনকে মারধর করে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ থামাতে পুলিশ চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবু তালেব জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।