৬ সেপ্টেম্বর, নিজস্ব প্রতিনিধি
চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে যান্ত্রিক ত্রুটির কারণে ভৈরব রেলস্টেশনে দেড় ঘন্টা যাবত আটকা থাকার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলো।
গতকাল শুক্রবার ৭ টায় থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত ভৈরব স্টেশনের ২ নং প্লার্টফমে যাত্রীবাহী মহানগর ট্রেনটি আটকা পড়ে ছিলো।

স্টেশন মাস্টার সুত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭ টায় ভৈরব স্টেশনে এসে পৌঁছে। এরপর ট্রেনের পাওয়ার কারের যান্ত্রিক ত্রুটি থাকায় ভৈরব স্টেশনে প্রায় দেড় ঘন্টা যাবত আটকা পড়ে ছিলো। পরবর্তীতে ভৈরব স্টেশনের টেকনিশিয়ানরা বিদ্যুতের যান্ত্রিক সমস্যা সমাধানে জন্য কাজ করেন। দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টার পর ট্রেনের পাওয়ার কারের বিদ্যুৎ লাইন সচল হয়। রাত সাড়ে ৮ টায় দিকে ভৈরব স্টেশন হতে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মহানগর এক্সপ্রেস ট্রেনের লোকো মাস্টার নজরুল ইসলাম বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসার পর কসবায় ট্রেনের পাওয়ার কারে বিদ্যুতের সমস্যা দেখা দেয়। এরপর ট্রেন বিদ্যুৎ সমস্যা নিয়েই ভৈরব স্টেশনে আসে। স্টেশনের ইলেকট্রেশিয়ানরা সমস্যা সমাধান করেন।
এবিষয়ে ভৈরব স্টেশন মাস্টার মোঃ ইউসুফ জানান,
মহানগর এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭ টায় স্টেশনে আসে। তারপর দেড় ঘন্টা চেষ্টার পর ট্রেনের পাওয়ার কারের বিদ্যুৎ সমস্যা সমাধান হওয়ার পর রাত সাড়ে ৮ টার পর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।