২৬ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক করা হয় বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হককে। কিশোরগঞ্জ জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড, মাহমুদুল ইসলাম জানু ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ২৬ আগস্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। নতুন আহবায়ক কমিটিতে সদস্য সচিব করা হয় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে। এছাড়া যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ কে আর হাবিবুল বাহার, সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, আবদুল করিম, আব্বাস উদ্দিনকে রাখা হয়।
এবিষয়ে আজ মঙ্গলবার আহবায়ক তোফাজ্জল হক বলেন, সারাদেশের মত দীর্ঘদিন যাবত ভৈরব উপজেলাতেও মুক্তিযোদ্ধা কমান্ডের কোন কমিটি ছিলনা। বর্তমানে আমাদের জেলাতে আহবায়ক কমিটি গঠন করার পর উপজেলাগুলিতে আহবায়ক কমিটি গঠন করা হচ্ছে। আমাকে আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়ায় জেলার আহবায়কসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদেরকে অভিনন্দন জানাই। ৭১ এর চেতনায় আমরা দেশ পূর্নগঠনে সহযোগীতা করতে চেষ্টা করব।