১৫ আগস্ট, নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গোলাম হোসেন (৩৭) র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২ টায় পৌর শহরের কালিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কালিপুর মধ্যপাড়া গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে গোলাম হোসেন।
ভৈরব র্যাব ক্যাম্পের কমান্ডার মুহিত কবির জানান, নরসিংদির বেলাব থানা এলাকায় ২০১৫ সালে একটি সিএনজি ডাকাতির পর চালককে হত্যা করে লাশ গুমের ঘটনায় বেলাব থানায় একটি মামলা হয় ( মামলা নং ০১(০১)১৫, ধারা -৩৯৬/২০১)। উক্ত মামলায় গ্রেফতারকৃত গোলাম হোসেনের যাবজ্জীবন সাজা হলে সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।