ভৈরবে আওয়ামী লীগের নেতানেত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৫৭৬ Time View

১৪ আগস্ট, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে আওয়ামী লীগের নেতানেত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি সংবাদ সন্মেলনে এই অভিযোগ করেন। তিনি ইতালী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও তার স্ত্রী ভৈরব মহিলা আওয়ামী লীগ নেত্রী মোমেনা আক্তার নিলির বিরুদ্ধে এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ সুমন, কাউসার কবির চৌধুরী, জেনিফা কবির চৌধুরী প্রমূখ।

সংবাদ সন্মেলনে শহরের কমলপুর এলাকার  মোঃ রফিকুল ইসলাম অভিযোগে বলেন, তার বসত ভিটার পাশে তিনি ও তার দুই ভাই ২০.৫০ শতক পৈতৃক ভূমি ভোগ দখল করছিল। সিএস ও আরওআর দাগের মালিক তার বাপদাদা এবং বিএস দাগের মালিক তারা পৈতৃক সূত্রে পাওয়া তিনভাই। উল্লেখিত ভূমিটি জসিম উদ্দিন ও তার স্ত্রী নিলির দাবি করে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে  দখল করে দেয়াল নির্মাণ করছে। এবিষয় তিনি তার ভাইদেরকে নিয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছেন এবং ভৈরব থানায় একটি জিডি করেছেন। থানা পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা দিলেও তারা আইন অমান্য করে উক্ত ভূমিতে দেয়ার নির্মাণ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন জসিমের সাথে সন্ত্রাসী শাহাদাৎ, রুস্তম, চুন্নু, বশির গংরা সহযোগীতা করছে। এখানে উল্লেখ্য জসিমের বাড়ী ভৈরবের সম্ভুপুর এলাকায়। তার শুশুর বাড়ী কমলপুরে। জসিম ইতালী প্রবাসী হলেও তিনি দেশে এসে স্ত্রীকে নিয়ে দখলবাজির ঘটনা ঘটিয়েছে। অভিযোগকারী রফিকুল এবিষয়ে  প্রতিকার চান।

কমলপুর এলাকার সুমন নামের আরও  এক ব্যক্তি অভিযোগে বলেন তিনি জসিমের শ্যালকের কাছ থেকে ৪ শতক ভূমি ক্রয় করেছেন। এই ভূমিও তারা দখল করে দেয়াল নির্মাণ করছেন। পুলিশের বাধাও তারা মানছেনা। তারা দুজনই তাদের অত্যাচার, জুলুম থেকে রেহাই পেতে আইনের সুদৃষ্টি কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা -২৫ পেছানো দাবি ডিলার এসোসিয়েশনের। যৌক্তিক কমিশন নির্ধারণ করার দাবি। 

ভৈরবে আওয়ামী লীগের নেতানেত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ।

Update Time : ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

১৪ আগস্ট, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে আওয়ামী লীগের নেতানেত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি সংবাদ সন্মেলনে এই অভিযোগ করেন। তিনি ইতালী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও তার স্ত্রী ভৈরব মহিলা আওয়ামী লীগ নেত্রী মোমেনা আক্তার নিলির বিরুদ্ধে এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ সুমন, কাউসার কবির চৌধুরী, জেনিফা কবির চৌধুরী প্রমূখ।

সংবাদ সন্মেলনে শহরের কমলপুর এলাকার  মোঃ রফিকুল ইসলাম অভিযোগে বলেন, তার বসত ভিটার পাশে তিনি ও তার দুই ভাই ২০.৫০ শতক পৈতৃক ভূমি ভোগ দখল করছিল। সিএস ও আরওআর দাগের মালিক তার বাপদাদা এবং বিএস দাগের মালিক তারা পৈতৃক সূত্রে পাওয়া তিনভাই। উল্লেখিত ভূমিটি জসিম উদ্দিন ও তার স্ত্রী নিলির দাবি করে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে  দখল করে দেয়াল নির্মাণ করছে। এবিষয় তিনি তার ভাইদেরকে নিয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছেন এবং ভৈরব থানায় একটি জিডি করেছেন। থানা পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা দিলেও তারা আইন অমান্য করে উক্ত ভূমিতে দেয়ার নির্মাণ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন জসিমের সাথে সন্ত্রাসী শাহাদাৎ, রুস্তম, চুন্নু, বশির গংরা সহযোগীতা করছে। এখানে উল্লেখ্য জসিমের বাড়ী ভৈরবের সম্ভুপুর এলাকায়। তার শুশুর বাড়ী কমলপুরে। জসিম ইতালী প্রবাসী হলেও তিনি দেশে এসে স্ত্রীকে নিয়ে দখলবাজির ঘটনা ঘটিয়েছে। অভিযোগকারী রফিকুল এবিষয়ে  প্রতিকার চান।

কমলপুর এলাকার সুমন নামের আরও  এক ব্যক্তি অভিযোগে বলেন তিনি জসিমের শ্যালকের কাছ থেকে ৪ শতক ভূমি ক্রয় করেছেন। এই ভূমিও তারা দখল করে দেয়াল নির্মাণ করছেন। পুলিশের বাধাও তারা মানছেনা। তারা দুজনই তাদের অত্যাচার, জুলুম থেকে রেহাই পেতে আইনের সুদৃষ্টি কামনা করেছেন।