৯ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
গাজীপুরে দুর্বত্তদের হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিক সমাজের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়ে এসমাবেশ বিক্ষোভ হয়। এসময় অনুষ্ঠানটি পরিচালনা করেন ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকাল প্রতিনিধি সোহেলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, সাংবাদিকদের মধ্য মোঃ সুমন মোল্লা, তাজুল ইসলাম ভৈরবী, মোঃ আলাল উদ্দিন, তুহিন মোল্লা, মোঃ আক্তারুজ্জামান, নজরুল ইসলাম রিপন, এম এ হালিম, আবদুর রউফ, সোহেল সেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্যে পুলিশের সামনে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। সাগর – রুনীর বিচার ১১০ বার প্রতিবেদন দেয়া হলেও এখনও প্রকৃত অপরাধীকে চিন্হিত করতে পারেনি। গত সপ্তাহে ভৈরবের সাংবাদিক সোহেলুর রহমানের ওপর মাদকসেবনকারী সন্ত্রাসী হামলা করল কিন্ত পুলিশ এখনও আসামীকে গ্রেফতার করতে পারেনি। দেশে একের পর এক সাংবাদিকরা হামলার শিকার হলেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছেনা। সাংবাদিকরা বাস্তব নিউজ করলেই হামলা হয়। অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার অনেক সাংবাদিককে মামলা দিয়ে জেলে রেখেছেন যা অন্যায়। কাজেই সাংবাদিকরা ভাল নেই, নিরাপদে নেই । গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান বক্তারা।