৬ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে পিকনিকের লঞ্চে দুবৃর্ত্তদের হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কে সকল যান চলাচল বন্ধ ছিলো। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
আজ বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাড়কের ভৈরব দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খোঁঁজ নিয়ে জানা যায়, গত ২রা আগস্ট ভৈরব শহরের কমলপুর এলাকাবাসী ভৈরব বাজার লঞ্চঘাট থেকে একটি লঞ্চযোগে ২শত লোক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় পিকনিকের জন্য রওনা দেন। পথিমধ্যে নরসিংদী জেলার রায়পুরার মেঘনা নদী এলাকায় পৌঁছলে একদল দুবৃর্ত্তকারীর দল স্পিডবোর্ড যোগে এসে পিকনিকের লঞ্চে অস্ত্র নিয়ে হামলায় চালায়। এসময় এলোপাতারিভাবে লঞ্চে থাকা লোকজনের উপর গুলি ছুঁড়েন। পরবর্তীতে হামলাকারীরা লঞ্চে উঠে যাত্রীদের মারধোর করে তাদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকাসহ সাউন্ড সিস্টেমের সরঞ্জাম, দুটি সাউন্ডবক্স লুট করে নিয়ে যায়।
এবিষয়ে কমলপুর এলাকার ব্যবসায়ী শাহারিয়ার জিসান বলেন, আমাদের এলাকাবাসী গত ২রা আগস্ট নবীনগরে পিকনিকে যাবার সময়ে রায়পুরা এলাকায় বালু মহলের পাশ দিয়ে যাওয়ার পথে একদল দুবৃর্ত্তকারীরা হঠাৎ স্পিডবোর্ড যোগে অস্ত্রসহ হামলা চালায়। এসময় তারা এলোপাতারিভাবে গুলি ছুড়ে লঞ্চে উঠে মারধোর করে মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার ৭২ ঘন্টা পার হয়ে গেলেও এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। তাই রায়পুরা প্রশাসন ও ওসির নিকট দাবি জানান দ্রুত সময়ের মধ্য বালু মহলের সাথে জড়িত ও হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শরীফুল হক জয়, ব্যবসায়ী শাহারিয়ার জিসান, নাদিম জামান, সুমন আহমেদ, বাদল মিয়া প্রমূখ।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খনদকার ফুয়াদ রুহানী বলেন, ঘটনাটি যেহেতু নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় ঘটেছে তাই সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে। ভুক্তভোগীদের সংশ্লিষ্ট
থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।