৫ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
জুলাই পুণর্জাগরনের কর্মসূচির অংশ হিসেব ভৈরবে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করছে উপজেলা প্রশাসনসহ অন্যান্য প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জোবায়ের ও কবিরের সমাধিতে পুস্পস্তবক অর্পণ
করে ৫ই আগস্টের কর্মসূচির সূচনা করা হয়। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিনের নেতৃত্বে প্রথমে পুস্পস্তবক অর্পন করেন। পরে ভৈরব পৌরসভা,ভৈরব থানাপুলিশসহ অন্যান্য প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করেন।
পরে সকাল সাড়ে দশটায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে উপজেলা অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে রাখেন ভৈরব বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম,উপজেলা জামাতের আমির কবির হোসেনসহ শহীদ পরিবারের সদস্য বৃন্দ ও আহত ব্যক্তিবর্গ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।