৪ আগস্ট, ভৈরব প্রতিনিধি
নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের দায়ে ভৈরবে তিনটি ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পলিথিন ফ্যাক্টরিগুলিতে অভিযানে ১ হাজার ৯শ কেজি পলিথিন ব্যাগ ও ১ হাজার ১শ ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন উৎপাদনের রুল, মালামাল ও দানাদার কাচামাল জব্দ করা হয়েছে।
আজ সোমবার বিকালে সাড়ে ৪ টায় শহরের আমলাপাড়ার নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন এর নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্য ও পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক সরকারে ঘোষিত নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের দায়ে শহরের ৩টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে নিউটাউন এলাকার সিয়াম উদ্দিন মালিকাধীন পলিথিন ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, শহরের আমলাপাড়ার নিউটাউন এলাকার হযরত আলী মালিকাধীন মদিনা ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা ও আমলাপাড়া এলাকার শেফা প্লাস্টিক ফ্যাক্টরির মালিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন। এসময় অভিযানে সহযোগিতা করেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহিত কবির সেনিয়াবাদ, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে শহরের ৩টি ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ হাজার ৯শ কেজি পলিথিন ব্যাগ ও ১ হাজার ১শ ৪০ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান।