২ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশের আয়োজন করেন উপজেলা প্রশাসন। ওই সমাবেশে জুলাই বিপ্লব আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার শতাধিক সম্মানিত মায়েরা অংশ নেয়।
এসময় তারা বিগত জুলাই আগষ্টের ফ্যাসিষ্ট সরকারের নির্মমতার কাহিনি ও সন্তানদের বীরত্বের কথা তুলে ধরেন এবং জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সামসুন নাহার তাসনিম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম।