২৫ জুলাই, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ( বিএফএ) ‘র পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় ( বানিজ্য সংগঠন -২) থেকে এক পত্রে সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। পত্রে বলা হয় নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। মন্ত্রণালয়ের দেয়া পত্রের বিষয়টি সংগঠনের নির্বাহী সচিব রিয়াজ উদ্দিন আহমেদ আজ শুক্রবার সকালে জনপদ সংবাদ প্রতিনিধির নিকট স্বীকার করেন।
বানিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যেহেতু সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী সচিবকে শোকশ করার পর তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এতে প্রতীয়মান হয় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানীকারক, ডিলারগন একারনে আতংকের মধ্য আছেন। ফলে সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছেনা। যার কারনে সংগঠনের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করে ১২০ দিনের মধ্য নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব প্রদান করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য চিঠিতে নির্দেশ দেয়া হয়।
সংগঠনের পরিচালক মোঃ রেজাউল আলম জনপদ সংবাদ প্রতিনিধিকে ফোনে বলেন, গত কয়েকমাস যাবত এসোসিয়েশনের কার্যক্রম ভালভাবে চলছিলনা। ফলে বানিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করেছেন। তিনি পত্রের সত্যতা স্বীকার করেছেন।