২৩ জুলাই, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অধিকার ফিরে পাওয়ার দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার প্রায় শতাধিক বেসরকারি স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

আজ বুধবার সকাল ১১ টায় বেসরকারি স্কুল ফোরামের আয়োজনে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের নিকট তারা স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্য বলেন, ২০০৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা ব্যবস্থা চালু করার পর সারাদেশের মত ভৈরব উপজেলাসহ কিশোরগঞ্জ জেলার সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলোকে সরাসরি পাঠ্যপুস্তক প্রদান ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি পায়। সেই মোতাবেক প্রাথমিক সমাপণী পরীক্ষা স্থগিত বা বাতিল করার পূর্ব পর্যন্ত আমাদের বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা প্রত্যেক বিদ্যালয়ের নামেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। হঠাৎ করে সরকার গত ১৭ জুলাই পত্রের মাধ্যমে জানান কিন্ডারগার্টেনসহ সকলপ্রকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এধরনের সিদ্ধান্ত বেসরকারি শিক্ষা খাতে ব্যাপক আকারে নেতিবাচক প্রভাব ফেলবে। বাস্তবতার নিরিখে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর অত্যধিক চাপ থাকায় বেশির ভাগ সরকরি শিক্ষাপ্রতিষ্ঠানে কাঙ্খিত মান বজায় রাখা কঠিন হয়ে পরে। অথচ, শিক্ষা খাতে সরকারেরই লক্ষমাত্রা অর্জনে তথা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। সারাদেশের মত ভৈরব উপজেলায়ও শতাধিক বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা জারিকৃত পত্র প্রত্যাহার/বাতিল করে রাষ্ট্রের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ তথা একটি বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করে আগের নিয়মে ২০২৫ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে নতুন করে পত্র/পরিপত্র জারি দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সরকারি হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল বাসেত, অধ্যাপক সাজেদা বাসেত, ব্লু-বার্ড স্কুল পরিচালক সুমন মোল্লা, উদয়ন স্কুল পরিচালক মতিউর রহমান সাগর ,
মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান বাবলু, আতিকুর রহমান বিল্লাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার মূখ্য সংগঠক শরীফুল হক জয়, কিশোরগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মো.শহিদুল ইসলাম খোকন প্রমূখ।