২৩ জুলাই, নিজস্ব প্রতিনিধি
বাহাউদ্দিন বাহাদুর (৪০) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকা থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে বাহাউদ্দিন। পুলিশ জানায় সে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং পলাতক ছিল। একই গ্রামের তুষার আহমেদ নামের এক যুবক তার বিরুদ্ধে চেক ডিজনার মামলা করার পর বিচারে তার এক বছর কারাদন্ড ও ৭ লাখ টাকা জরিমানা করে আদালত।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর ব্রাক্ষণবাড়ীয়া আদালতে এক বছরের সাজা হয়েছে। গত মার্চ মাসে তার অনুপস্থিতে রায় হওয়ার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে ভৈরব থেকে গ্রেফতার করা হয়।