১৫ জুলাই, ভৈরব প্রতিনিধি
ভৈরবে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় তালিকাভুক্ত ছিনতাইকারী সজীব মিয়াকে (৩২) দুটি ছুরি ও মোবাইল ফোনসহ আটক করেছে সেনাবাহিনীর টহলটিম। সে কমলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভৈরব থানায় দুইটি ডাকাতি মামলাসহ একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।
ভৈরব শহরের গাছতলাঘাট ব্রীজ এলাকায় সোমবার দিবাগত রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি টিম টহলের সময় সজীব মিয়াকে আটক করে। পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী।
ভৈরব সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে ভৈরব শহরের গাছতলাঘাট টু চন্ডিবের হাসপাতাল রোডে সেনাবাহিনীর একটি টিম টহলে বের হন। এর কিছুক্ষণ আগেই গাছতলাঘাট ব্রীজ এলাকায় হৃদয় মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য মিলে একটি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়টি সেনাবাহিনীর টহল টিমকে জানালে তারা তাৎক্ষণিক এই রোডে তৎপরতা চালায়। পালিয়ে যাওয়ার সময় ওই চক্রের মুলহোতা সজীব মিয়াকে চন্ডবের চিড়ার মিল এলাকা থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২টি ছুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হলেও ছিনতাইকারী চক্রের বাকী চার সদস্য ৪২হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ভুক্তভোগী হৃদয় মিয়াকে বুঝিয়ে দেন সেনাবাহিনী। এব্যাপারে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।