১৫ জুলাই, নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবে পাদুকা কারখানার ১৪ বছর বয়সের নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিক নাসির মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকার রইছ মিয়ার ছেলে।
গতকাল সোমবার রাতে শহরের উপজেলা সংলগ্ন লালু কালু পাদুকা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
পুলিশ সুত্রে জানা যায়, ভৈরব শহরের স্টেডিয়াম মোড়ে এলাকায় সাদিয়া সুজ নামের একটি পাদুকা কারখানায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ভুক্তভোগী তরুণী শ্রমিক হিসাবে কাজ করতেন। কারখানায় কাজ করার সুবাধে মালিক নাসির মিয়া তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এরপর এই ঘটনা কাউকে না জানাতে নানান ভয়ভীতি দেখাতো নাসির। এক পর্যায়ে ভুক্তভোগী তরুণী দু-মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিতে থাকে। নাসির বিভিন্নভাবে গড়িমসি শুরু করে। এরপর বাধ্য হয়ে গত ১৩ জুলাই রোববার রাতে ভৈরব থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভৈরব থানার সেকেন্ড অফিসার এমদাদুল হক কবির জানান, ধর্ষণের শিকার নারী বাদী হয়ে অভিযুক্ত নাসিরে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। আমরা অভিযোগ পেয়েই তাকে গ্রেপ্তার করি। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার নারীর মেডিকেল পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।