১৪ জুলাই, নিজস্ব প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, আপত্তিকর অপপ্রচারণার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় ভৈরব উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ৫ আগস্টের পর ভৈরবে কিছু বেয়াদব ও নব্য ফ্যাসিস্টের আর্বিভাব হয়েছে। তারা জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম কারিগর ও দিক নির্দেশক দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য করেছে। তারা এখন দেশের নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পালিয়ে যাওয়া আওয়ামীদের পূর্নবাসনে তারা দেশকে অরাজকতা সৃষ্টি করছে।
বক্তরা আরো বলেন, দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে “জুলাই বিপ্লবের” ঐক্যকে ধূলিসাৎ করতে এজেন্ডা অনুযায়ী নিয়মিত অপচেষ্টা করে যাচ্ছে একটি কুচক্রী চিহ্নিত মহল। দেশের বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যার অপেক্ষায় পুরো দেশ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও পল্টনে বিএনপির কার্যালয়ে সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, পৌর যুবদল সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজোয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মাহমুদ ফরহাদ, পৌর ছাত্রদল সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক নিয়াজ মোর্শেদ আঙ্গুর, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমূখ।