১২ জুলাই, নিজস্ব প্রতিনিধি
ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকান্ডের বিচারের দাবিতে ভৈরবে বিক্ষোভ সমাবেশ করা হয়। আজ শনিবার বিকেল ৫ টায় স্থানীয় বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় সর্বস্তরের জনগনের ব্যানারে সমাবেশ ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্র বৈষম্য আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক শরীফুল হক জয়, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন তুহিন, উপজেলা কমিটির আহবায়ক মোঃ কায়সার আহমেদ প্রমূখ।

বক্তারা সোহাগ হত্যার বিচার দাবিসহ চাঁদাবাজি, দখলবাজির প্রতিবাদ করেন। ভৈরবে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে কঠোরভাবে দমন করার হুসিয়ারি দেন তারা। ৫ আগস্টের পর একটি চক্র ভৈরবে চাঁদাবাজি, দখলবাজি, সাধারণ মানুষকে অযথা হয়রানী করছে এমন অভিযোগ করেন বক্তারা । এসব অন্যায় অপরাধ করা হলে ছাত্ররা প্রতিরোধ করার ঘোষনা দেয়া হয়। বিক্ষোভ সমাবেশ শেষ করে তারা বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। মিছিলে তারা বিভিন্ন শ্লোগানসহ সোহাগ হত্যার বিচার দাবি করেন।