ভৈরবে  ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু।

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৩০৫ Time View

১৭ এপ্রিল,   নিজস্ব  প্রতিনিধি। 

ভৈরবে   ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুজনের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের মাতম নেমে এসেছে।   শহরের কালিপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে । গতকাল   বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রইছ মিয়া (৭০) মারা যায়। ভায়ের মৃত্যুর শোকে হঠাৎ করে  বিকেল ৬ টার  দিকে মোঃ তাহের মিয়া (৬০) অসুস্থ হয়ে পড়লে তাকে   হাসপাতালে নেওয়ার পর  মারা যান। তারা  আপন সহোদর ভাই।  কালিপুর মধ্যপাড়া এলাকার দেওয়ারিশ বেপারীর বাড়ির মৃত দুধ মোল্লার ছেলে তারা দুজন। 

 জানা যায়, ১৬ এপ্রিল সকাল ১০টায় রইছ মিয়া অসুস্থতার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই তাহের মিয়া  বিকেলে  অসুস্থবোধ করেন। পরে তাকে  হাসপাতালে নেওয়ার পর তিনিও  মারা যান। রইছ মিয়া ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে ওই দিন বাদ মাগরিব বাড়ির পাশে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাহ এর পাশে কবরস্থানে তাদের দাফন করা হয়।

এ বিষয়ে প্রতিবেশি কাইয়ুম মিয়া বলেন, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা, স্নেহ ও শ্রদ্ধা ভক্তি ছিল অনেক। দুই জনেরই চরজন করে সন্তান রয়েছে। ছেলে মেয়েরা ভাল অবস্থানে রয়েছেন। অনেক ভাল মানুষ ছিলেন তারা দুই ভাই। আমরা এলাকাবাসী অনেক ব্যথিত হয়েছি একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে।

মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যু শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। আমার বাবা ও চাচার জানাজা এক সঙ্গে পড়ানো হয়েছে। পরে কালিপুর পুরাতন ঈদগাহ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শাহিন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ মিয়া ও তাহের মিয়া। তারা অনেক ভালো মানুষ ছিলেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা -২৫ পেছানো দাবি ডিলার এসোসিয়েশনের। যৌক্তিক কমিশন নির্ধারণ করার দাবি। 

ভৈরবে  ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু।

Update Time : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

১৭ এপ্রিল,   নিজস্ব  প্রতিনিধি। 

ভৈরবে   ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুজনের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের মাতম নেমে এসেছে।   শহরের কালিপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে । গতকাল   বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রইছ মিয়া (৭০) মারা যায়। ভায়ের মৃত্যুর শোকে হঠাৎ করে  বিকেল ৬ টার  দিকে মোঃ তাহের মিয়া (৬০) অসুস্থ হয়ে পড়লে তাকে   হাসপাতালে নেওয়ার পর  মারা যান। তারা  আপন সহোদর ভাই।  কালিপুর মধ্যপাড়া এলাকার দেওয়ারিশ বেপারীর বাড়ির মৃত দুধ মোল্লার ছেলে তারা দুজন। 

 জানা যায়, ১৬ এপ্রিল সকাল ১০টায় রইছ মিয়া অসুস্থতার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই তাহের মিয়া  বিকেলে  অসুস্থবোধ করেন। পরে তাকে  হাসপাতালে নেওয়ার পর তিনিও  মারা যান। রইছ মিয়া ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে ওই দিন বাদ মাগরিব বাড়ির পাশে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাহ এর পাশে কবরস্থানে তাদের দাফন করা হয়।

এ বিষয়ে প্রতিবেশি কাইয়ুম মিয়া বলেন, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা, স্নেহ ও শ্রদ্ধা ভক্তি ছিল অনেক। দুই জনেরই চরজন করে সন্তান রয়েছে। ছেলে মেয়েরা ভাল অবস্থানে রয়েছেন। অনেক ভাল মানুষ ছিলেন তারা দুই ভাই। আমরা এলাকাবাসী অনেক ব্যথিত হয়েছি একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে।

মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যু শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। আমার বাবা ও চাচার জানাজা এক সঙ্গে পড়ানো হয়েছে। পরে কালিপুর পুরাতন ঈদগাহ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শাহিন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ মিয়া ও তাহের মিয়া। তারা অনেক ভালো মানুষ ছিলেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।