যুগান্তরের আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জন  আর নেই। 

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৩২ Time View

১২ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি:

যুগান্তরের আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জন (৫৩) আর নেই। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টায় ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি যুগান্তরের প্রতিষ্ঠাকাল থেকে প্রতিনিধি হিসেবে আশুগঞ্জ উপজেলার দায়িত্ব পালন করেছিলেন। ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার ছাতলপাড় এলাকার দানতলিয়া গ্রামে তার বাড়ী। তার বাবার নাম মোঃ আবুল বাশার। তবে পরিবারসহ তিনি আশুগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ৬ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাতে মারা যান তিনি।  মৃত্যুকালে তিনি স্ত্রী রত্না বেগমসহ তিন সন্তান রেখে গেছেন।

আক্তারুজ্জামান রঞ্জন দীর্ঘ ২৫ বছর যাবত আশুগঞ্জ এলাকায় সাংবাদিকতা করতেন। তিনি এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি ছিলেন। বিগত ১২ বছর আগে তিনি আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছিলেন এবং এই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ছিলেন তিনি।

আজ শনিবার সকাল ৯ টায়  আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে বাদ জোহর তার এলাকা দানতলিয়া গ্রামে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দুপুর আড়াইটায়  এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্বিত করেছে। 

তার মৃত্যুতে আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজসহ ব্রাক্ষণবাড়ীয়া জেলার সকল সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা -২৫ পেছানো দাবি ডিলার এসোসিয়েশনের। যৌক্তিক কমিশন নির্ধারণ করার দাবি। 

যুগান্তরের আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জন  আর নেই। 

Update Time : ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

১২ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি:

যুগান্তরের আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জন (৫৩) আর নেই। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টায় ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি যুগান্তরের প্রতিষ্ঠাকাল থেকে প্রতিনিধি হিসেবে আশুগঞ্জ উপজেলার দায়িত্ব পালন করেছিলেন। ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার ছাতলপাড় এলাকার দানতলিয়া গ্রামে তার বাড়ী। তার বাবার নাম মোঃ আবুল বাশার। তবে পরিবারসহ তিনি আশুগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ৬ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাতে মারা যান তিনি।  মৃত্যুকালে তিনি স্ত্রী রত্না বেগমসহ তিন সন্তান রেখে গেছেন।

আক্তারুজ্জামান রঞ্জন দীর্ঘ ২৫ বছর যাবত আশুগঞ্জ এলাকায় সাংবাদিকতা করতেন। তিনি এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি ছিলেন। বিগত ১২ বছর আগে তিনি আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছিলেন এবং এই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ছিলেন তিনি।

আজ শনিবার সকাল ৯ টায়  আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে বাদ জোহর তার এলাকা দানতলিয়া গ্রামে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দুপুর আড়াইটায়  এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্বিত করেছে। 

তার মৃত্যুতে আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজসহ ব্রাক্ষণবাড়ীয়া জেলার সকল সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।