শুশুরবাড়ী ভৈরবে দুইদিন ঘূরে গেলেন নায়িকা শিরিন শিলা।

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৫৪ Time View

৯ এপ্রিল, নিজস্ব  প্রতিনিধি:

শুশুরবাড়ী ভৈরবে দুইদিন ঘূরে গেলেন নায়িকা শিরিন শিলা। তিনি গত সোমবার ভৈরবে আসেন। তার স্বামীর নাম সাজিল। ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে তার  শুশুরবাড়ী। তার শুশুরের নাম মোঃ খলিলুর রহমান। তবে তাদের পরিবার দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করেন। শিরিনের স্বামী ঢাকায় ব্যবসা করেন। শিরিন শিলার বিয়ের পর ঈদ উপলক্ষে এই প্রথমবার তিনি ভৈরবে বেড়াতে আসেন। এখানে এসে মেঘনা পাড়, স্থানীয় মিন্টু পার্কসহ দর্শনীয় একাধিক স্থানে ঘূরেছেন। এছাড়া তার স্বামীর নানা-নানী, খালা, ফুফুর বাড়ীতে বেড়াতে গেছেন।

এবিষয়ে শিরিন শিলার সাথে গতকাল মঙ্গলবার রাতে ভৈরবের একটি পার্কে যুগান্তর প্রতিনিধির কথা হলে তিনি বলেন, বিয়ের পর এই প্রথমবার স্বামীর বাড়ীতে এলাম ঈদ উপলক্ষ্যে। দুইদিন ঘূরলাম, বেড়ালাম, খুব মজা আনন্দ করলাম। ভৈরবের মানুষ খুবই আন্তরিক এবং মানুষকে আপ্যায়ন করতে পছন্দ করেন। এখানের রান্না খুব মজার। অনেক জাতের পিঠা খেলাম মজা করে। পোলাও, কোর্মা, কাচ্চি খেলাম। আমার স্বামীর সকল আত্মীয়-স্বজন আমাকে আন্তরিকতার সাথে গ্রহন করেছে। স্বামীর বাড়ী এসে ঈদের সালামী পেয়েছে অনেক টাকা ও উপহার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সামনে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির সুটিং শীঘ্রই শুরু হবে।  তিনি ভৈরববাসীকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি যুগান্তর পত্রিকার প্রশংসা করেন। কথা বলার সময় তার স্বামী সাজিল তার সাথে ছিলেন। সাজিল এসময় বলেন আমি তাকে বিয়ে করে সুখেই আছি। আমরা দুজন একসাথে মিল করে সংসার করছি। কাজের দিক দিয়ে তারা দুজনই ব্যস্ত।  সবশেষে বললেন বুধবার তিনি ঢাকায় চলে যাবেন। আবারও ভৈরবে সময় করে আসবেন বলে শিরিন শিলা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা -২৫ পেছানো দাবি ডিলার এসোসিয়েশনের। যৌক্তিক কমিশন নির্ধারণ করার দাবি। 

শুশুরবাড়ী ভৈরবে দুইদিন ঘূরে গেলেন নায়িকা শিরিন শিলা।

Update Time : ০৩:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

৯ এপ্রিল, নিজস্ব  প্রতিনিধি:

শুশুরবাড়ী ভৈরবে দুইদিন ঘূরে গেলেন নায়িকা শিরিন শিলা। তিনি গত সোমবার ভৈরবে আসেন। তার স্বামীর নাম সাজিল। ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে তার  শুশুরবাড়ী। তার শুশুরের নাম মোঃ খলিলুর রহমান। তবে তাদের পরিবার দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করেন। শিরিনের স্বামী ঢাকায় ব্যবসা করেন। শিরিন শিলার বিয়ের পর ঈদ উপলক্ষে এই প্রথমবার তিনি ভৈরবে বেড়াতে আসেন। এখানে এসে মেঘনা পাড়, স্থানীয় মিন্টু পার্কসহ দর্শনীয় একাধিক স্থানে ঘূরেছেন। এছাড়া তার স্বামীর নানা-নানী, খালা, ফুফুর বাড়ীতে বেড়াতে গেছেন।

এবিষয়ে শিরিন শিলার সাথে গতকাল মঙ্গলবার রাতে ভৈরবের একটি পার্কে যুগান্তর প্রতিনিধির কথা হলে তিনি বলেন, বিয়ের পর এই প্রথমবার স্বামীর বাড়ীতে এলাম ঈদ উপলক্ষ্যে। দুইদিন ঘূরলাম, বেড়ালাম, খুব মজা আনন্দ করলাম। ভৈরবের মানুষ খুবই আন্তরিক এবং মানুষকে আপ্যায়ন করতে পছন্দ করেন। এখানের রান্না খুব মজার। অনেক জাতের পিঠা খেলাম মজা করে। পোলাও, কোর্মা, কাচ্চি খেলাম। আমার স্বামীর সকল আত্মীয়-স্বজন আমাকে আন্তরিকতার সাথে গ্রহন করেছে। স্বামীর বাড়ী এসে ঈদের সালামী পেয়েছে অনেক টাকা ও উপহার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সামনে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির সুটিং শীঘ্রই শুরু হবে।  তিনি ভৈরববাসীকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি যুগান্তর পত্রিকার প্রশংসা করেন। কথা বলার সময় তার স্বামী সাজিল তার সাথে ছিলেন। সাজিল এসময় বলেন আমি তাকে বিয়ে করে সুখেই আছি। আমরা দুজন একসাথে মিল করে সংসার করছি। কাজের দিক দিয়ে তারা দুজনই ব্যস্ত।  সবশেষে বললেন বুধবার তিনি ঢাকায় চলে যাবেন। আবারও ভৈরবে সময় করে আসবেন বলে শিরিন শিলা জানান।