১ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে সরকারী চাকরিজীবি ঐক্য পরিষদ সংগঠনের ঈদপূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় হোটেল প্যালেসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ডাক বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহা- পরিচালক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতি সন্তান, সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও হাইকোর্টের বিচারপতি মোঃ জাহাংগীর হোসেন, অপর উপদেষ্ঠা ভৈরবের কৃতি সন্তান ও ঢাকার জজকোর্ট আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা ও ঢাকার অতিরিক্ত কর কমিশনার মাসুদ রানা, সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী সচিব শফিউল্লাহ তপন, ভৈরবের কৃতি সন্তান পুলিশ সুপার কামরুল ইসলাম প্রমূখ।
উপদেষ্ঠা ঢাকার জজকোর্ট আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের ভৈরবের অনেক লোক দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন যা অনেকেই জানেননা। কাজের ব্যস্ততায় আমরা একসাথে কখনই হতে পারিনা। আমাদের চাকরি ক্ষেত্রেসহ পারিবারিকভাবে অনেক সমস্যা থাকে। এই সংগঠনটির মাধ্যমে আমরা সবসময় সব সমস্যা দূর করতে পারি। সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা এগিয়ে যাব।
প্রধান উপদেষ্ঠা বিচারপতি মোঃ জাহাংগীর আলম তার বক্তব্যে বলেন সংগঠনটি সৃষ্টি হয়েছে এক যুগ আগে। ভৈরবের কৃতি সন্তান ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সরকারী চাকরিজীবিরা সংগঠনের সদস্য। এই সংগঠনটি ১২ বছরে অনেক এগিয়ে গেছে। তিনি সকলকে সকল প্রতিষ্ঠানে সৎ, নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন। সংগঠনের পাশে থেকে সবাই কাজ করলে দেশ ও সমাজ এগিয়ে যাবে বলে তিনি পরামর্শ দেন।