২৬ মার্চ, নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-নরসিংদি-ভৈরব বাজার রুটে নতুন কমিউটার ট্রেনটি আজ বুধবার সকাল ৬. ৪৫ মিনিটে ভৈরব রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। স্বাধীনতা দিবসের দিনে ট্রেনটি আজ সকাল ৯.০৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছার কথা রয়েছে। সেখানে ট্রেনটি পৌঁছলে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করবেন। পরে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন।

আজ ট্রেনটি ছাড়ার সময় বাংলাদেশ রেলওয়ের সহকারী মেকানিক্যাল ইন্জিনিয়ার মোঃ রেজাউল ইসলাম, রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর ( পরিবহন) মোঃ শাহজাহান পাটোয়ারি, ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ইউছুফসহ ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নিরাপত্তা কর্মীগন উপস্থিত ছিলেন। ট্রেনের চালক ছিলেন দ্বিলীপ কুমার মন্ডল।
জানা গেছে কমিউনিটার এই ট্রেনে যাত্রীদের জন্য ৮ বগি আছে এবং যাত্রী সংখ্যা বগি অনুযায়ী ৫৫২ টি। তবে রেলওয়ে স্টেশন মাস্টার জানান এট্রেনে ১৫০০ যাত্রী আসনসহ দাঁড়িয়ে ভ্রমন করতে পারবে। ট্রেনটি ভৈরব থেকে ছেড়ে দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদি, আড়িখলা, টঙ্গি, বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতিসহ ও সর্বশেষ কমলাপুর গিয়ে থামবে। আজ প্রথমদিন সন্ধায় আবার কমলাপুর থেকে যাত্রী নিয়ে রাতে ভৈরব রেলস্টেশন ফিরবে। পরবর্তীতে ট্রেনটি দিনে ৪ বার আসা যাওয়া করবে।
ভৈরব রেলস্টেশনের মাস্টার মোঃ ইউছুফ জানান, ভৈরব নরসিংদি এলাকার যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো। এতে এই অঞ্চলের যাত্রীদের ভ্রমন সুন্দর সুখময় হবে।
ট্রেনের চালক দ্বিলীপ কুমার মন্ডল জানান, আজ স্বাধীনতা দিবসে ট্রেনটির উদ্বোধনকালে আমি প্রথম চালক হয়ে গর্বিত হলাম। নির্ধারিত সময়ের মধ্য গন্তব্য ট্রেনটি পৌঁছে দেয়া হবে আমার দায়িত্ব।
বাংলাদেশ রেলওয়ের সহকারী মেকানিক্যাল ইন্জিনিয়ার মোঃ রেজাউল ইসলাম জানান, ট্রেনটির মূল উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ঢাকার কমলাপুর রেলস্টেশনে আজ ট্রেনটি পৌঁছলে উদ্বোধন করা হবে। তবে কমিউটার নতুন ট্রেনটির যাত্রা ভৈরব থেকে শুরু হলো।