ইউরোপের দেশে যেতে লিবিয়ায় যান ভৈরবের  যু্বক, সেখানে মাফিয়াদের হামলায় পঙ্গু হয়ে ফিরলেন দেশে। 

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৯ Time View

৪ মার্চ,  নিজস্ব  প্রতিনিধি:

উন্নত জীবনের আশায় ইউরোপের দেশে যেতে লিবিয়ায় যান ভৈরবের যু্বক খুরশিদ মিয়া (২৮) । সেখানে মাফিয়াদের হামলায় পঙ্গু হয়ে ফিরলেন নিজ দেশে।  শহরের লক্ষীপুর  এলাকার মো.লাল মিয়ার ছেলে খুরশেদ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়,  শহরের লক্ষীপুর  গ্রামের ছোট্র একটি টিন সেট ঘরে অর্থের অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে  যুবক খুরশেদ । অভাব অনটনের সংসারে দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে দুঃখ দুর্দশায় দিন যাপন করছে। 

এ বিষয়ে লিবিয়া থেকে আহত যুবক খুরশিদ মিয়ার সাথে কথা হয়। তিনি জানান, ২১ মাস আগে লিবিয়ায় গিয়েছিল । দেশে সবজি ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। সংসারের সুখ আনতে  উন্নত জীবন যাপনের আশা নিয়ে ইউরোপে যাওয়ার ইচ্ছা ছিল তার।  সেখান থেকে ইউরোপের দেশ ইতালি যেতে দালালের সাথে ৯ লাখ টাকার চুক্তি করেন। সেই অনুযায়ী বসতবাড়ি বিক্রি করে তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করেন তিনি । কিন্তু দালালচক্র ইতালি পাঠাবে বলে আশ্বাসে সময় পার করেন। পরে দালাল তাকে লিবিয়া নিয়ে যায়। সেখানে  একটি ভবনের দু-তলায় থাকতেন খুরশেদ সহ কয়েকজন বাঙালি। গত ২০২৪ সালের ৭ আগস্ট  লিবিয়ার মাফিয়া দল হঠাৎ করে তাদেরকেে ধরতে ভবনে হামলা চালায়। এসময় প্রাণ  রক্ষার্থে দু তলা ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে  গুরুতর আহত হয়ে  তার দুটি পা ভেঙে যায়। পরবর্তীতে তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে লিবিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন । এতে চিকিৎসার ব্যয়বহুল খরচ যোগাতে না পেরে কিছুদিন চিকিৎসা নিয়ে লিবিয়ায় অবস্থানরত ভৈরবের এক যুবকের সহযোগিতায় দেশে ফিরে আসে তিনি। 

আহত যুবক খুরশিদের স্ত্রী হাজেরা বেগম বলেন, দালালের মাধ্যমে আমার স্বামীকেে ইতালি পাঠাতে নিজের ভিটাবাড়ি বিক্রিসহ আত্মীয়দের কাছ থেকে হাওলাত করে ইটালি নিয়ে যাবে বলে দালালকে টাকা দেয়। এখন আমার স্বামী আহত হয়ে দেশে ফিরে এসেছেন। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছি না। প্রতি সপ্তাহে চিকিৎসা ও ঔষধের জন্য  ৩ হাজার ৫ শত টাকা দরকার পড়ে। এইভাবে কতদিন মানুষদের কাছে চেয়ে চিকিৎসা করাব।

স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া বলেন, খুরশিদ উন্নত জীবনের আশায় ইতালি  যেতে লিবিয়ায় যায়। সেখানে যাওয়ার পর মাফিয়াদের হামলার সময় দৌড়ে পালাতে গিয়ে গুরুতর আহত হয়ে দেশে ফিরে আসেন। এখন তার যে অবস্থা তার বউ মানুষদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তার চিকিৎসা করছে । তার দুটি পায়ের অবস্থা খুবই খারাপ।  পায়ের চিকিৎসায়  প্রয়োজন বিশাল অংকের অর্থ।  

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, বিষয়টি আমি অবগত নয়। তবে ওই যুবক আমার সহযোগীতা চাইলে চিকিৎসার জন্য সহযোগীতা করার চেষ্টা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে শিশুকে বলৎকারের অভিযোগ।। গ্রেফতার -১ 

ইউরোপের দেশে যেতে লিবিয়ায় যান ভৈরবের  যু্বক, সেখানে মাফিয়াদের হামলায় পঙ্গু হয়ে ফিরলেন দেশে। 

Update Time : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

৪ মার্চ,  নিজস্ব  প্রতিনিধি:

উন্নত জীবনের আশায় ইউরোপের দেশে যেতে লিবিয়ায় যান ভৈরবের যু্বক খুরশিদ মিয়া (২৮) । সেখানে মাফিয়াদের হামলায় পঙ্গু হয়ে ফিরলেন নিজ দেশে।  শহরের লক্ষীপুর  এলাকার মো.লাল মিয়ার ছেলে খুরশেদ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়,  শহরের লক্ষীপুর  গ্রামের ছোট্র একটি টিন সেট ঘরে অর্থের অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে  যুবক খুরশেদ । অভাব অনটনের সংসারে দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে দুঃখ দুর্দশায় দিন যাপন করছে। 

এ বিষয়ে লিবিয়া থেকে আহত যুবক খুরশিদ মিয়ার সাথে কথা হয়। তিনি জানান, ২১ মাস আগে লিবিয়ায় গিয়েছিল । দেশে সবজি ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। সংসারের সুখ আনতে  উন্নত জীবন যাপনের আশা নিয়ে ইউরোপে যাওয়ার ইচ্ছা ছিল তার।  সেখান থেকে ইউরোপের দেশ ইতালি যেতে দালালের সাথে ৯ লাখ টাকার চুক্তি করেন। সেই অনুযায়ী বসতবাড়ি বিক্রি করে তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করেন তিনি । কিন্তু দালালচক্র ইতালি পাঠাবে বলে আশ্বাসে সময় পার করেন। পরে দালাল তাকে লিবিয়া নিয়ে যায়। সেখানে  একটি ভবনের দু-তলায় থাকতেন খুরশেদ সহ কয়েকজন বাঙালি। গত ২০২৪ সালের ৭ আগস্ট  লিবিয়ার মাফিয়া দল হঠাৎ করে তাদেরকেে ধরতে ভবনে হামলা চালায়। এসময় প্রাণ  রক্ষার্থে দু তলা ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে  গুরুতর আহত হয়ে  তার দুটি পা ভেঙে যায়। পরবর্তীতে তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে লিবিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন । এতে চিকিৎসার ব্যয়বহুল খরচ যোগাতে না পেরে কিছুদিন চিকিৎসা নিয়ে লিবিয়ায় অবস্থানরত ভৈরবের এক যুবকের সহযোগিতায় দেশে ফিরে আসে তিনি। 

আহত যুবক খুরশিদের স্ত্রী হাজেরা বেগম বলেন, দালালের মাধ্যমে আমার স্বামীকেে ইতালি পাঠাতে নিজের ভিটাবাড়ি বিক্রিসহ আত্মীয়দের কাছ থেকে হাওলাত করে ইটালি নিয়ে যাবে বলে দালালকে টাকা দেয়। এখন আমার স্বামী আহত হয়ে দেশে ফিরে এসেছেন। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছি না। প্রতি সপ্তাহে চিকিৎসা ও ঔষধের জন্য  ৩ হাজার ৫ শত টাকা দরকার পড়ে। এইভাবে কতদিন মানুষদের কাছে চেয়ে চিকিৎসা করাব।

স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া বলেন, খুরশিদ উন্নত জীবনের আশায় ইতালি  যেতে লিবিয়ায় যায়। সেখানে যাওয়ার পর মাফিয়াদের হামলার সময় দৌড়ে পালাতে গিয়ে গুরুতর আহত হয়ে দেশে ফিরে আসেন। এখন তার যে অবস্থা তার বউ মানুষদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তার চিকিৎসা করছে । তার দুটি পায়ের অবস্থা খুবই খারাপ।  পায়ের চিকিৎসায়  প্রয়োজন বিশাল অংকের অর্থ।  

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, বিষয়টি আমি অবগত নয়। তবে ওই যুবক আমার সহযোগীতা চাইলে চিকিৎসার জন্য সহযোগীতা করার চেষ্টা করব।