ভৈরবে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় থানায় মামলা।। কাভার্টভ্যানের চালককে গ্রেফতার।।

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৪৭ Time View

১৭ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি:

ভৈরবে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহত সিএনজি চালক শাহীনের বাবা পরশ আলী বাদী হয়ে ভৈরব হাইওয়ে থানায় মামলাটি দায়ের করে। উক্ত মামলার আসামী কাভার্টভ্যান চালক অনিক হোসেন (২৭) কে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে তার বাড়ী গোপালগন্জ জেলার কাশিয়ানি উপজেলার কলসী ফুকরা গ্রাম থেকে গ্রেফতার করে। এই গ্রামের সুলতান আহমেদের ছেলে চালক অনিক হোসেন। তাকে গ্রেফতারের বিষয়টি হাইওয়ে পুলিশ নির্শ্বিত করেছে।

গতকাল সোমবার সকালে ভৈরব পৌর শহরের জগনাথপুর সড়ক সেতুর নিকটে  ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী এক সিএনজিকে  পিছন দিক দিয়ে একটি কাভার্টভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক শাহীনসহ ৫ জন নিহত হয়। ওই সিএনজিতে এক যুবক ও তিনজন নারী যাত্রী ছিল। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধারসহ কাভার্টভ্যানটি আটক করে। দূর্ঘটনার পর কাভার্টভ্যানের চালক অনিক হোসেন পালিয়ে যায়। পরে পুলিশ নিহতদের লাশ স্বজনদেরকে সোমবার রাতেই বুঝিয়ে দেয়। তারপর রাত ১১ টায় সিএনজি চালক শাহিনের বাবা পরশ আলী  বাদী হয়ে থানায় একটি মামলা করে। 

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ সাজু মিয়া জানান, সোমবার দূর্ঘটনার পর পর দায়ী অপরাধী কাভার্টভ্যান চালক অনিক হোসেন  পালিয়ে যায়। ঘটনায় সোমবার রাতে মামলা হলে পুলিশ দায়ী চালকের ঠিকানা খোঁজে বের করে আজ মঙ্গলবার দুপুরে কাশিয়ানি উপজেলা কলসী ফুকরা গ্রামের তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করি। তাকে ধরতে পুলিশের টিমের নেতৃত্ব দেন তিনি। তাকে গ্রেফতার করার পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নিব বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা -২৫ পেছানো দাবি ডিলার এসোসিয়েশনের। যৌক্তিক কমিশন নির্ধারণ করার দাবি। 

ভৈরবে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় থানায় মামলা।। কাভার্টভ্যানের চালককে গ্রেফতার।।

Update Time : ০৩:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

১৭ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি:

ভৈরবে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহত সিএনজি চালক শাহীনের বাবা পরশ আলী বাদী হয়ে ভৈরব হাইওয়ে থানায় মামলাটি দায়ের করে। উক্ত মামলার আসামী কাভার্টভ্যান চালক অনিক হোসেন (২৭) কে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে তার বাড়ী গোপালগন্জ জেলার কাশিয়ানি উপজেলার কলসী ফুকরা গ্রাম থেকে গ্রেফতার করে। এই গ্রামের সুলতান আহমেদের ছেলে চালক অনিক হোসেন। তাকে গ্রেফতারের বিষয়টি হাইওয়ে পুলিশ নির্শ্বিত করেছে।

গতকাল সোমবার সকালে ভৈরব পৌর শহরের জগনাথপুর সড়ক সেতুর নিকটে  ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী এক সিএনজিকে  পিছন দিক দিয়ে একটি কাভার্টভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক শাহীনসহ ৫ জন নিহত হয়। ওই সিএনজিতে এক যুবক ও তিনজন নারী যাত্রী ছিল। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধারসহ কাভার্টভ্যানটি আটক করে। দূর্ঘটনার পর কাভার্টভ্যানের চালক অনিক হোসেন পালিয়ে যায়। পরে পুলিশ নিহতদের লাশ স্বজনদেরকে সোমবার রাতেই বুঝিয়ে দেয়। তারপর রাত ১১ টায় সিএনজি চালক শাহিনের বাবা পরশ আলী  বাদী হয়ে থানায় একটি মামলা করে। 

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ সাজু মিয়া জানান, সোমবার দূর্ঘটনার পর পর দায়ী অপরাধী কাভার্টভ্যান চালক অনিক হোসেন  পালিয়ে যায়। ঘটনায় সোমবার রাতে মামলা হলে পুলিশ দায়ী চালকের ঠিকানা খোঁজে বের করে আজ মঙ্গলবার দুপুরে কাশিয়ানি উপজেলা কলসী ফুকরা গ্রামের তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করি। তাকে ধরতে পুলিশের টিমের নেতৃত্ব দেন তিনি। তাকে গ্রেফতার করার পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নিব বলে তিনি জানান।