১৪ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে মা নানুর কাছ থেকে ছটকে গিয়ে ট্রাক্টরে পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিশু কাদির ব্যাপারি বাড়ি এলাকার বাসিন্দা কাউসার মিয়া ও জান্নাত বেগম দাম্পতির সাড়ে চার বছরের শিশু ছেলে দ্বীন ইসলাম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাউসার মিয়া ও জান্নাত বেগম দাম্পতি বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া থাকেন। জান্নাত বেগমের বাবার বাড়ি একই এলাকায় হওয়ায় সকালে বাবার বাড়ি থেকে নিজ বাসায় যেতে রাস্তা পারাপারের সময় মা জান্নাত বেগম ও নানু হোসনা বেগমের কাছ থেকে ছটকে গিয়ে ট্রাক্টরে পৃষ্ট হয়ে শিশু দ্বীন ইসলাম গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ দিকে স্থানীয়রা আরো জানান, দীর্ঘদিন যাবত ভৈরবে বিভিন্ন সড়ক দিয়ে নিষিদ্ধ ট্রাক্টর, নসিমন, সিএনজি বেপরোয়া ভাবে চলাচল করে। এতে এলাকার মানুষ তাদের সন্তান হারা হচ্ছে। আমরা চাই এসব নিষিদ্ধ যান চলাচল বন্ধে সরকার তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
এ বিষয়ে নিহতের মামা রহমত উল্লাহ বলেন, নানুর বাসা থেকে দ্বীন ইসলাম নিজ বাসায় যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। মা ও নানুর সাথেই ছিল। তাদের কাছ থেকে ছটকে গিয়ে ট্রাক্টরের পিছনের চাকার নিচে পৃষ্ট হয়। এ ঘটনার পর ট্রাক্টর চালকসহ ট্রাক্টরটি আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন বলেন, আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।