ভৈরবে কোরবানির হাট থেকে ছুটে রেলসেতুতে উঠে পড়ল গরু।।  দুর্ঘটনা থেকে রক্ষা পায় পর্যটক এক্সপ্রেস ট্রেন।। 

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ১২৯ Time View

১২ জুন, জনপদ প্রতিনিধি:

 ভৈরবে মেঘনা রেলসেতুর ওপর গরু উঠে পড়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল । অল্পের জন্য বড় কোন দুর্ঘটনা থেকে রক্ষা পায় পর্যটক এক্সপ্রেস ট্রেন। 

আজ বুধবার  সকালে  এই ঘটনা ঘটে মেঘনা নদীর ওপর রেলওয়ে সেতুতে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পাশে ভৈরবে  কোরবানির পশুর হাট বসে।  হাট থেকে একটি গরু ছুটে গিয়ে   রেললাইন ধরে দৌড়ে মেঘনা নদীর ওপর শহিদ হাবিলদার আঃ হালিম রেলসেতুতে উঠে দাঁড়িয়ে থাকে।

এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে গরুটি। ট্রেনের চালক  গরুটি দেখতে পেয়ে হার্ডব্রেক করে ট্রেন থামিয়ে দেন। এতে গরুটি বেঁচে যায় এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। পরে এলাকাবাসী দৌড়ে গিয়ে গরুটিকে ব্রিজের পাশের রেলিংয়ে সরিয়ে নিলে প্রায় আধা ঘণ্টা পর ট্রেনটি সতর্কতার সাথে সেতু অতিক্রম করে।

এ বিষয়ে ভৈরব স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাধন চন্দ্র বর্মন জানান, সকাল ৮টা ৩৩ মিনিটে পর্যটকবাহী ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে কিন্তু রেল সেতুতে গরু উঠে পড়ায় সেখানে দাঁড়িয়ে যায়। পরে গরু সরিয়ে নিলে আধা ঘণ্টা পর ট্রেনটি সেতু অতিক্রম করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা -২৫ পেছানো দাবি ডিলার এসোসিয়েশনের। যৌক্তিক কমিশন নির্ধারণ করার দাবি। 

ভৈরবে কোরবানির হাট থেকে ছুটে রেলসেতুতে উঠে পড়ল গরু।।  দুর্ঘটনা থেকে রক্ষা পায় পর্যটক এক্সপ্রেস ট্রেন।। 

Update Time : ০৩:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

১২ জুন, জনপদ প্রতিনিধি:

 ভৈরবে মেঘনা রেলসেতুর ওপর গরু উঠে পড়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল । অল্পের জন্য বড় কোন দুর্ঘটনা থেকে রক্ষা পায় পর্যটক এক্সপ্রেস ট্রেন। 

আজ বুধবার  সকালে  এই ঘটনা ঘটে মেঘনা নদীর ওপর রেলওয়ে সেতুতে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পাশে ভৈরবে  কোরবানির পশুর হাট বসে।  হাট থেকে একটি গরু ছুটে গিয়ে   রেললাইন ধরে দৌড়ে মেঘনা নদীর ওপর শহিদ হাবিলদার আঃ হালিম রেলসেতুতে উঠে দাঁড়িয়ে থাকে।

এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে গরুটি। ট্রেনের চালক  গরুটি দেখতে পেয়ে হার্ডব্রেক করে ট্রেন থামিয়ে দেন। এতে গরুটি বেঁচে যায় এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। পরে এলাকাবাসী দৌড়ে গিয়ে গরুটিকে ব্রিজের পাশের রেলিংয়ে সরিয়ে নিলে প্রায় আধা ঘণ্টা পর ট্রেনটি সতর্কতার সাথে সেতু অতিক্রম করে।

এ বিষয়ে ভৈরব স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাধন চন্দ্র বর্মন জানান, সকাল ৮টা ৩৩ মিনিটে পর্যটকবাহী ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে কিন্তু রেল সেতুতে গরু উঠে পড়ায় সেখানে দাঁড়িয়ে যায়। পরে গরু সরিয়ে নিলে আধা ঘণ্টা পর ট্রেনটি সেতু অতিক্রম করে।