৪ জুন, নিজস্ব প্রতিনিধি:
ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ৯২ টি কেন্দ্রে আজ মঙ্গলবার ব্যালট বাক্সসহ বিভিন্ন দ্রব্যাদি প্রেরণ করা হয়েছে। আজ সকালে এসব পাঠানো কাজের উদ্বোধন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা। তবে জানা গেছে ব্যালট পেপার যাবে কাল বুধবার ভোরে। কেন্দ্রগুলির প্রিজাইডিং অফিসারগন তাদের কেন্দ্রের ব্যালট বাক্স ও অন্যান্য দ্রবাদি গ্রহন করে বুধবার সকাল ৭ টার মধ্য পৌঁছে যাবেন কেন্দ্রে। নির্বাচনে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্যাট, তিন প্লাটুন বিজিবি, কয়েকশ পুলিশ, আনছার নিয়োজিত থাকবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা গ্রহন করেছেন নির্বাচন কমিশন। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে ভৈরবকে। আজ মঙ্গলবার থেকে সকল ধরনের যানবাহন নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া চলাচল নিষিদ্ধ ঘোষনা করেছে।

ভৈরবে ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৪২ জন। ভোট কেন্দ্র ৯২ টি। ৫ জুন সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ, ১২ জন আনছার নিয়োজিত থাকবে। বিজিবি, র্যাব সদস্যরাসহ টহলে থাকবে ৮ জন ম্যাজিস্ট্যাট।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন জানান, উপজেলা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা করার তা আমরা করেছি। কঠোর নিরাপত্তা থাকবে ভোট গ্রহনের দিন। কোন অবস্থাতেই কেউ বিশৃংখলা সৃষ্টি বা ঝগড়া সংঘর্ষ করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবেনা। ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা ভৈরবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে ৮ জনসহ ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্যাট ও বিজিবি, র্যাব সদস্যরা। ভৈরবে নির্বাচন সুষ্ঠু, নিরেপেক্ষ করতে সকল প্রস্ততি আমরা গ্রহন করেছি বলে জানান তিনি।